মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা

পরিচিতি

সমাজের সর্বস্তরে ইসলামের আকিদা-বিশ্বাস ও বিধি-বিধান প্রচার, প্রসার, অনুশীলন ও বাস্তবায়নের মহান লক্ষ্যকে সামনে রেখে একমাত্র আল্লাহর তা‘আলার উপর ভরসা করে বিগত ৬ এপ্রিল ২০১৮ ঈসাব্দ মোতাবেক ১৯ শে রজব ১৪৩৯ হিজরী; রোজ শুক্রবার যুগশ্রেষ্ঠ বুযুর্গ, দারুল উলূম দেওবন্দের (ভারত) স্বনামধন্য শাইখে ছানী মুহিউস সুন্নাহ হযরত আল্লামা শাহ কমরুদ্দীন আহমাদ দা.বা.-এর দরসে ইফতিতাহ ও দো‘আ-মুনাজাতের মাধ্যমে অত্র মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা-এর পথচলা আরম্ভ হয়।

ই‘লায়ে কালিমাতুল্লাহ, ইহইয়ায়ে সুন্নাহ, ইমাতাতে বিদআহ, তা‘আল্লুক মাআল্লাহ, তা‘লীমে উলূমে নবুওয়াত, তারবিয়াতে আদাবে নবুওয়াত, তাবলীগে দ্বীন এবং তাসহীহে আকাঈদে ইসলামের অপরিসীম জযবা আর ঐশী প্রেরণা নিয়ে প্রথম শিক্ষাবর্ষে তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা-এর শিক্ষা কার্যক্রম নিয়ে প্রতিষ্ঠানটি তার ইলমী সফর আরম্ভ করে। প্রথম বছরেই আলহামদুলিল্লাহ দেশব্যাপী এবং বিশেষত জ্ঞানী মহলে মারকাযের কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হলে দ্বিতীয় শিক্ষাবর্ষে দারুল উলূম দেওবন্দের উলূমুল হাদীস বিভাগের মুশরিফ মুহাক্কিক আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতী আব্দুল্লাহ মারুফী দা.বা.-এর নির্দেশে তাখাসসুস ফিল হাদীস বিভাগ সংযুক্ত হয়, সাথে আরবি ভাষা-সাহিত্য অনুষদ এবং দরসিয়্যাত বিভাগ নাহবেমীর পর্যন্ত। পরবর্তী শিক্ষাবর্ষে হিফয বিভাগও আরম্ভ করা হয়। এলাকাবাসীর প্রবল আগ্রহ এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ ঈসাব্দ থেকে ইসলামিক কিন্ডার গার্টেন ও শিশুশিক্ষা আরম্ভ হয়। এছাড়াও আরো যুক্ত হয় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষা, জরুরী মাসআলা-মাসায়েল সম্বলিত দ্বীনিয়াত কোর্স, বয়স্ক ও কর্মজীবীদের জন্য ফরজে আঈন এবং নৈশক্লাসে শরীয়াহ গ্রাজুয়েশন নামে বিশেষ বিভাগ। এলাকাবাসীর সার্বিক দ্বীনি উন্নয়নের জন্য মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের কার্যক্রমও মারকাযুদ দিরাসাহর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা-এর ঐকান্তিক তামান্না মারকাযের সকল মুনতাজিমিন আকাবিরে দারুল উলূম দেওবন্দের চিন্তা-চেতনা, আবেগ-আদর্শে বেড়ে উঠুক, পাশাপাশি বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের এই ক্রান্তিকালে আকাবিরে দারুল উলূম দেওবন্দের ভারসাম্যপূর্ণ মেজাযের নিরাপদ চাদরে দেশব্যাপী সকল ওলামা-তালাবার সাথে এই চিন্তা ও ফিকরার ব্যাপক আলোচনা-পর্যালোচনা ও অনুশীলন হোক, সে লক্ষ্যে মজলিসে তাহাফফুজে ফিকরে দেওবন্দ এর ব্যানারে মারকাযুদ্ দিরাসাহ বিভিন্ন চিন্তাশীল কাজ করে থাকে।

© Markazud Dirasah Al Islamia, Dhaka