মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা

মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা

মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা, রাজধানীর মিরপুরে অবস্থিত মানসম্পন্ন একটি উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান। ইসলামি শরিয়ার গভীর জ্ঞান বিতরণের মহান লক্ষ্য নিয়ে ২০১৮ সালে এটি প্রতিষ্ঠা করেন যুগসচেতন তরুণ প্রতিভাবান আলেমেদ্বীন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি।

লক্ষ্য ও উদ্দেশ্য

যে সকল মহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মারকাযুদ্ দিরাসাহ আল ইসলামিয়্যাহ্ ঢাকা প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে :

বর্তমান প্রকল্প

ইফতা বিভাগ

এটি প্রতিষ্ঠানের অন্যতম মৌলিক শিক্ষা বিভাগ। সর্বোচ্চ মেধাসম্পন্ন ও দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর/সমমান) উত্তীর্ণ নির্বাচিত মেধাবী ও কঠোর অধ্যাবসায়ী ছাত্রদেরকে কোলাহলমুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে উন্নত শিক্ষা, উচ্চতর গবেষণা, আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধন এবং যুগ-জিজ্ঞাসার জবাব দানে সক্ষম ও উপযুক্ত করে গড়ে তোলার উচ্চতর ইসলামী জীবনব্যবস্থা ও আইন  প্রশিক্ষণ অনুষদ।

উলূমুল হাদীস বিভাগ

এটি হাদীস বিষয়ক উচ্চতর গবেষণা বিভাগ। এ বিভাগে দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদেরকে হাদীসের সনদ পর্যালোচনা, হাদীস বর্ণনাকারী ও হাদীসের মান নির্ণয় এবং জাল হাদীস চিহ্নিতকরণসহ বিবিধ গবেষণা ও তথ্যবহুল জ্ঞান প্রদান করা হয়। এ বিভাগের শিক্ষার্থীদেরকে হাদীস ও রিজাল শাস্ত্রে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হয় এবং মুহাদ্দিস হিসেবে সনদ প্রদান করা হয়।

ইতিহাস বিভাগ

এটি বিশ্ব ইতিহাস, উপমহাদেশীয় ইতিহাস, ইসলামী ইতিহাস ও মুসলিম মনীষার উপর বিশদ পর্যালোচনা নির্ভর বিশেষায়িত কোর্স। এখানে সীরাতে রাসূল ও ইসলামী ইতিহাসকে শাস্ত্রীয় রূপে পাঠদান করা হয়।

দরসিয়্যাত বিভাগ

এ বিভাগে প্রাথমিক শিক্ষা সমাপনকারী ছাত্রদেরকে দারুল উলূম দেওবন্দের সিলেবাস অনুযায়ী  সেমিস্টার পদ্ধতিতে কুরআন, হাদীস, ফিকহ, তাফসীর, আকাঈদ, উসূল, আরবী সাহিত্য, বালাগাত, মান্তেক, নাহু-সরফ ইত্যাদি ধর্মীয় বিষয়ে পূর্ণ পারদর্শী করে বিজ্ঞ আলিম রূপে গড়ে তোলা হয়। জগত ও যুগ চাহিদার প্রেক্ষাপটে এ বিভাগে প্রয়োজন পরিমাণ বাংলা, ইংরেজী, অংক, বিজ্ঞান ও ইতিহাস- ভূগোল ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। এ বিভাগের সর্বোচ্চ ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০১৭ ইং সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত স্নাতকোত্তর সমমানের সনদ প্রদান করা হয়।

হিফযুল কুরআন বিভাগ

এখানে নাযেরা বিভাগ থেকে নির্বাচিত ছাত্রদেরকে মাত্র তিন বছরে কুরআনুল কারীম মুখস্ত করানোর পাশাপাশি জরুরী মাসআলা-মাসাঈল শেখানো হয়। হিফজ বিভাগের ছাত্রদের জন্য রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন ও শ্রেণীকক্ষ, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার অর্জনের উপযোগী করে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা, মশক ও ইয়াদের ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান এবং মাশশাক উস্তাদ কর্তৃক নিয়মিত মশকের ব্যবস্থা।

মক্তব বিভাগ

এ বিভাগে নির্বাচিত ছাত্রদেরকে দুই বছর মেয়াদী নূরানী পদ্ধতিতে সহীহ শুদ্ধভাবে কুরআনুল কারীম শিক্ষা দানের সাথে সাথে জরুরী মাসআলা-মাসাঈল, মাসনুন দুআ, আসমাউল হুসনা ও চল্লিশটি হাদীস মুখস্ত করানো এবং ক্লাস থ্রী পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজী গুরুত্ব সহকারে পাঠদান করা হয়, হাতেখড়ি থেকেই সুন্দর হস্তলিপির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ইসলামিক কিন্ডারগার্টেন ও প্রাইমারী স্কুল বিভাগ

মুসলিম শিশুদেরকে নাস্তিক্যবাদী সাধারণ শিক্ষার পাঠ্যক্রমের বিষক্রিয়া থেকে রক্ষা করার নিমিত্তে চালু করা হয়েছে ইসলামিক কিন্ডারগার্টেন ও প্রাইমারী স্কুল। এর অধীনে বর্তমানে নার্সারী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম চালু রয়েছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করার ব্যবস্থা রয়েছে।

শরীয়াহ গ্রাজুয়েশন ও ফরযে আঈন কোর্স

স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরীজীবি, কর্মজীবি, পেশাজীবি ও কর্মব্যস্ত ভাইদের জন্য নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষাসহ ছয় বছরে দাওরায়ে হাদীস স¤পন্ন করার নৈশ মাদরাসা। এ বিভাগের ছাত্ররা বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে যথারীতি ফজিলত ও তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

অতি ব্যস্ত ভাইদের জন্য নূরানী পদ্ধতিতে কুরআন বিশুদ্ধকরণ-সহ ঈমান-আকাইদ, আমল-ইবাদত, মু‘আমালাত-মু‘আশারাত সংক্রান্ত প্রতিটি মুসলমানের জন্য জানা অপরিহার্য বিষয় সম্বলিত বিভিন্ন মেয়াদী বেসিক ইসলাম বা ফরযে আঈন কোর্স।

এতিমখানা

এটি মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা এর তত্ত¡াবধানে পরিচালিত একটি সুশৃঙ্খল বিভাগ। এর অধীনে দেশের প্রত্যন্ত অঞ্চলের এতিম শিশুদেরকে পড়ালেখা, থাকা-খাওয়া, পোশাক-পরিচ্ছদ, চিকিৎসা ও যাবতীয় দায়িত্ব নিয়ে পর্যায়ক্রমে নূরানী, নাযেরা, হিফয ও কিতাব বিভাগের দরসিয়্যাতের পাশাপাশি প্রয়োজন পরিমাণ বাংলা, অংক, ইংরেজী, সমাজ, ভ‚গোল, বিজ্ঞান ইত্যাদি সমসাময়িক বিষয়াবলি পাঠদান করা হয়। বিদ্যানুরাগী, ধর্মপরায়ণ, বিত্তবান ও দায়িত্ববান মুসলমান ভাইবোনদের সার্বিক সহযোগিতায় বিভাগটি এ যাবৎ সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।

সেবা প্রকল্প

ফাতওয়া বিভাগ

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন ধরনের উদ্ভূত জটিল সমস্যার শরয়ী সমাধান অত্র মারকাযের বিজ্ঞ মুফতী সাহেবগণ প্রদান করে থাকেন।

ফারায়েজ বিভাগ

মৃত ব্যক্তির পরিত্যক্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি তার উত্তরসূরীদের মধ্যে শরয়ী বিধান অনুযায়ী সুষ্ঠু বন্টনের রূপরেখা অত্র মারকাযুদ্ দিরাসাহ্ এর ফারায়েজ বিশেষজ্ঞগণ প্রদান করে থাকেন।

দাওয়াত ও তাবলীগ

সাধারণ মানুষকে দ্বীনের দাওয়াত ও তাদেরকে দ্বীন শেখানো এবং আমলী জিন্দেগী গড়ে তোলার লক্ষ্যে মারকাযুদ্ দিরাসাহ্ এর ছাত্ররা প্রতি সপ্তাহে দ্বীনি দাওয়াতি মেহনতে বের হয়। প্রতি সপ্তাহে নিয়মিত ২৪ ঘণ্টা, ছুটিতে তিন দিন ও বছর শেষে চিল্লায় বের হয়।

দুস্থ মানবতার সেবা

মারকাযুদ্ দিরাসাহ্ এর স্বেচ্ছাসেবী বিভাগ থেকে লেখা-পড়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় ছাত্র শিক্ষক সদা তৎপর। মারকাযের নিকটস্থ দরিদ্র, দুস্থ ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ঝড়, জলোচ্ছ¡াস, নদী ভাঙ্গন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও মঙ্গাকবলিত মানুষের সেবায় মারকাযের ত্রাণ বিভাগ রক্তদানসহ উল্লেখযোগ্য সকল ক্ষেত্রে সাধ্যমত সহযোগিতা করে থাকে।

© Markazud Dirasah Al Islamia, Dhaka